রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪

জগতে এমন কোন চান্দু নাই।

 





জগতে এমন কোন চান্দু নাই
মারে কষ্ট দেয়নি এমন কোন নাই ।।

বিয়া করে বৌ আপন মা পর হয়ে যায়
মায়ে কিছু কইলে কয় বৌ জোদা খাই।।

বৌয়ে খাইবো পলাও কুরমা তরকারী
ওরে মা খাইবো সুটকী মাছের তরকারী
কি অপরাধ করছে মায়ে 
এই দুনিয়া সব বাবুরে দেখাই।।

ওরে ভালো খাবার মা চাইলে বুঝি
মুখ ফিরেয়ে গড়ের বৌয়ানি
কিতা আছে ঘরে মু্ই জানি
যা আছে খেয়ে নাও তানে।।

লেখক কামাল হোসেন
27/10/2023  

শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪

সংসার জ্বালা কঠিন জ্বালা ।

সংসার জ্বালা কঠিন জ্বালা

 সংসার জ্বালা কঠিন জ্বালা

যে কইরাছে সে জানে

সংসার কইরো না, সংসার মর্ম না জেনে

না জেনে ।।

সংসার হইলো আল্লাহরি দান

সংসার হইলো শান্তির পংগাম

সংসার মিলে যতনে,সংসার কইরো না,

সংসার মর্ম না জেনে।।

যদি না হয় মন মতো,সংসার হয়রে অশান্ত

আদর সোহাগ সব বন্ধ

কি যে অশান্ত মনে রে,সংসার কইরো না,

সংসার মর্ম না জেনে।।

সংসার হইলো পিরিত ভান্ডার

যদি না অন্ধকার,দিন যাবে মন মতো সংসারে

সংসার কইরো না,সংসার মর্ম না জেনে।।


লেখক-কামাল হোসেন

তং-২৫/১০/২০২৩

শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০২৪

ওঠ হে মুসলমান জাগ্রত হও মানবতার জন্য

ওঠ হে মুসলমান জাগ্রত হও মানবতার জন্য

 ওঠ হে মুসলমান জাগ্রত হও মানবতার জন্য

ঘুমিয়ে থাকলে মার খাবা সন্দেহ নেই তাতে।।

ইনসাফ বিলীন হয়ে গেছে বসে থাকা যায়না

আর ঘরে মানবতার জন্যে ডাকদাও এক্য হয়ে।।

এভাবে বসে থাকলে মুসলিম বিশ্ব ধ্বংশ হবে

সন্দেহ নেই তাতে।।

তাই কামাল হোসেন বলে সময় এসেছে অন্যায়

প্রতিশোধ নিতে হাতে হাত মিলিয়ে যুদ্ধ কর এক সাথে।।


লেখক-কামাল হোসেন

তাং-২২/১০/২০২৩

বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪

আমার অন্তর পুরে অঙ্গার হইলো।

আমার অন্তর পুরে অঙ্গার হইলো।

 আমার অন্তর পুরে অঙ্গার হইলো

মন হইলো কালা সংসার করে, হায়রে

সংসার করে না মন দিলে সেটা হইতো বালা

জানতে আমার হইলো দেরি এই সংসারের জ্বালা।।


অবলা সরলা ছিলো আমারী মন 

না বুঝিয়া করিলাম সংসার এই জীবণ

কত কষ্ট সইতে হবে আমার এই মন।।


শিশুকাল ছিলো ভালো মায়ের কোলে

কত যত্ম আদর পেতাম মায়েরী কোলে

এখন আমি হারে হারে টের পেয়েছি

কোথায় গেল যৌবন।।


তাই কামাল বলে সংসার জীবণ বহুত

পেরা জানতামনা আগে রে,ওরে আগে

তিতা পিছে মিঠা এটাই মানব জাীবণ রে।।


লেখক-কামাল হোসেন

তাং-20/10/2023

বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪

ওঠ ওঠ মুসলমানও ঘুমানোর সময় নাই।

ওঠ ওঠ মুসলমানও ঘুমানোর সময় নাই।

 ওঠ ওঠ মুসলমানও ঘুমানোর সময় নাই

এমন সময় এসে গেলো,বুঝবার কায়দা নাই।।


কত মানুষ আইলো গেলো,দেখলাম নারে ভাই

এমন জাতি আসবে নাকী বুঝতাম নারে ভাই।।


এখন দেখি আইসা গেছে বলার কিছু নাই

পাখির মত থাবা দাও ছারবার কায়দা নাই।।


যেখানে পাও সেখানে খিছা দাওরে ভাই

দেরি করলে পস্তাইবা পরে বুঝবা ভাই।।


লেখক-কামাল হোসেন

তাং- ১৭/১০/২০২৩

মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪

তাওহিদের প্রতম বার্তা মোহাম্মদের নাম

 



                       তাওহিদের প্রতম বার্তা মোহাম্মদের নাম

  খোদা -আ-মোহাম্মদের নাম।।

 

            ঐ নামের ডাকে সাড়া দিলো দুনিয়া

 মোহাম্মদের নাম

 খোদা -আ-মোহাম্মদের নাম।।

 

চন্দ্র সূর্য থাকবে যতদিন

থাকবে মোহাম্মদের নাম

খোদা -আ-মোহাম্মদের নাম।।

 

ঐ নামের রশ্মি ধরে যাই খোদার পথে

খোদা -আ-মোহাম্মদের নাম।।

 

ঐ নামের উছিলায় আমরা যাই খোদার পথে

খোদা -আ-মোহাম্মদের নাম।।


লেখক কামাল হোসেন

তাং-১৫/১০/২০২৩

                          #তাওহিদ #Naat #bdmusic_channel #Islamicsong


সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪

ঘরের চৌকাঠ।

 আমার ঘরের চৌকাঠ ভালো না -রে

বৃষ্টি বেজায় ফুলধানিতে রাখা গেলো নারে।।


জৈষ্ঠ্য মাসে উপরে ঝুপরে পোকার আক্রমন


সেই পোকার রং দেখিয়া মেঝাজ হইলো গরম

         তখন দেখি আকাশে পোকার পাখনা উড়ে।।


       সেই পাখনার উড়াল দেখে,ভাবছি বিপদ কেটে গেছে,

        এখন দেখি বিপদ ঘারে শক্ত করে বসেছে।।


       তাই ভেবে কামাল কয় চৌকাঠে ভালো করে তেল

      দাও যাবে পোকার আক্রমন।।



     লেখক কামাল হোসেন

    তাং-১৫/১০/২০২৩





Featured Post

দে দে পাল তুলে দে

 গানের কথা---------- দে দে পাল তুলে দে                                                       মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা আমি যাবো মদিনা--...