মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১

পুত্রের কাছে পিতার উপদেশ

 

পুত্রের কাছে পিতার উপদেশ

১.শ্বশুর কিংবা শাশুড়ি কে এতটা সম্মান দিও,যতটুকু সম্মান তোমার বাবা-মাকে দাও। এবং তাদের প্রতি এমন আচারন করো যাতে করে তাদের মেয়েকে তোমার বাড়ি পাঠানোর জন্য উতলা থাকে।

২.কোথাও বেড়াতে গেলে খাবার নিয়ে অসাধাচরণ করোনা। কেউ খাদ্য ইচ্ছে করে অস্বাদ করার চেষ্টা করেনা।

৩.কারও বাসায় নিমন্ত্রন গেলে বাসায় দু মোটু ভাত খেয়ে নিও। অন্যের পাতিলের ভাতের আশায় থেকো না।

৪ তোমার কি আছে তোমার ঘায়ে লেখা নেই,কিন্তু তোমার ব্যবহারে দেখা যাবে তোমার পরিবার কোথায় আছে।

৫.সবসময় পাওয়ার চেয়ে দেয়ার জন্য চেষ্টা করো বেশি। মনে রেখো প্রদানকারীর হাত সর্বদা উপরেই থাকে।

৬.বয়স,শিক্ষা,পদ বা পদবীর দিক দিয়ে কেউ ছোট হলেও কখনও কাউকে ছোট করে দেখোনা। নইলে তুমি ছোট হয়ে যাবে।
৭.জুতা সেলাই বা রং করতে চাইলে মেরামত কারীর দোকানের সামনে পা বাড়িয়ে দিওনা। বরং জুতাটা খুলে নিজে একবার মুছে দিও।
৮.বড় হবার জন্য নয়,মানুষ হওয়ার জন্য চেষ্টা করো।

৯.বড়দের কে সম্মান করো আর ছোদের কে স্নেহ করতে শিখো ।
১০.সবসময় ছোট বড় সকলকে সালাম কুশল বিনিময় করো।


Featured Post

দে দে পাল তুলে দে

 গানের কথা---------- দে দে পাল তুলে দে                                                       মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা আমি যাবো মদিনা--...