শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪

তোরা পানি দে পানি দে।

তোরা পানি দে পানি দে।

 তোরা পানি দে, পানি দে,পানি দে সখী

মাথায় পানি দে তোরা

যা করবার তাই কইরা গেছে

আমার বন্ধু কালা চোরা।।

আমার বন্ধুর মন কেমন ছিলো

সুখের ঘরে দুখের বাসা বাইনদা গেলো।।

সখী দেখে যা,দেখে যা,সখী আমার মনে কতো যন্ত্রনা।।

আমি তারে বিশ্বাস কইরা অন্তরে দিলাম টাই

আসলে এখন বুঝি ভালো বাসনা আমায়,

সখী লাগবে না ,লাগবে না,ভালোবাসা লাগবে না।।

লেখক কামাল হোসেন

২৪/০১/২০২৪

শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪

কতো দিন কতো রাত।

কতো দিন কতো রাত।


 কতো দিন কতো রাত

থাকতে আমার পাশে

তুমি ভুলে গেলে আমাকে,

আমি ভুলিনি তোমাকে।।

কতো রাত কতো দিন

ছিলে একসাথে এভাবে

কাটতো দুজনে মিলে মিশে।।

আমার চাওয়া,আমার পাওয়া শেষ

হয়নি তোমার কাছে থেকে

কি ভাবে ভুলেছো আমাকে

আমি ভুলতে পারিনী তোমাকে ।।

পৃথিবীর যত আশা ছিলো তোমায় নিয়ে

তুমি বলো কি করে ভুলে কামাল তোমাকে

আমি স্বরণ করি তোমাকে।।


লেখক কামাল হোসেন

তাং-২৬/১০/২০-২

বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪

ভালো না ভালো না।

ভালো না ভালো না

 ভালো না ভালো না,অতি আদর ভালো না

আমার কথা মনে রাখলিনারে 

আমার কথা মনে রাখলিনা।।

ছোট্র কালের সোনা বন্ধু থাকতাম একসাথে

বয়স যখন হইলো কুরি,ভূলি গেলি আমারে

আমার কথা মনে রাখলিনারে ।।

বন্ধু তুমি কোথায় রইলা খুজি তোমারে

ছোট্র কালের গোপন কথা নাইকি তোর মনে

আমার কথা মনে রাখলিনারে ।।

এখন কামাল দিশেহারা বন্ধু তোর জন্য রে

আগে জানলে এমন করবি ভালো বাসতাম নারে

আমার কথা মনে রাখলিনারে ।।

লেখক কামাল হোসেন 

২৯/১০/২০২৩


মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪

ধর এমন মনের আদবের সঙ্গ।

ধর এমন মনের আদবের সঙ্গ।

ধররে এমন মনের আদবের সঙ্গ

ধররে এমন মনের মাওলার সঙ্গ।।


তুই ধরিসনারে এমন হিতাকাঙ্কি বন্ধুর সঙ্গ

ধরা খাবি ঐ পথে,যাবি যখন মাওলার সঙ্গ।।


তুই চিনলেনা নারে মানবের সঙ্গ

খুঝে বেড়াশ কিসের সঙ্গ,তোর ঘরে আছে সর্গ সঙ্গ।।


মন তুই ধররে শক্ত হস্তে গুরুর সঙ্গ

মনকে কামাল বলে,মিলবে তোর মাওলার সঙ্গ

অবেহেলা করিসনা মানবের সঙ্গ।।


লেখক-কামাল হোসেন

তাং-১০/১২/২০২২ 

সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪

বন্ধু ধোকা দিওনা।

বন্ধু ধোকা দিওনা।

বন্ধু ধোকা দিওনা

ধোকা দিয়া বন্ধু ফোকা খাইওনা।।

কইলজা কাঠা বন্ধু তুমি 

আগে জানতাম না 

জানলে পরে তোমার সনে পিরিত করতাম না।।

ওরে বারো মাসে তের পুজা

আগে জানতাম না

কাচা কলা গাছে পাকাইলা

আমি দেখলাম না।।

ওরে সময় মতো আইসো বন্ধু

ধোকা দিওনা

যৌবণ গাড়ি থেমে গেলে এই কামাল কে পাইবা না ।।


লেখক-কামাল হোসেন

তাং-২৮/১০/২০২৩

রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪

জগতে এমন কোন চান্দু নাই।

 





জগতে এমন কোন চান্দু নাই
মারে কষ্ট দেয়নি এমন কোন নাই ।।

বিয়া করে বৌ আপন মা পর হয়ে যায়
মায়ে কিছু কইলে কয় বৌ জোদা খাই।।

বৌয়ে খাইবো পলাও কুরমা তরকারী
ওরে মা খাইবো সুটকী মাছের তরকারী
কি অপরাধ করছে মায়ে 
এই দুনিয়া সব বাবুরে দেখাই।।

ওরে ভালো খাবার মা চাইলে বুঝি
মুখ ফিরেয়ে গড়ের বৌয়ানি
কিতা আছে ঘরে মু্ই জানি
যা আছে খেয়ে নাও তানে।।

লেখক কামাল হোসেন
27/10/2023  

শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪

সংসার জ্বালা কঠিন জ্বালা ।

সংসার জ্বালা কঠিন জ্বালা

 সংসার জ্বালা কঠিন জ্বালা

যে কইরাছে সে জানে

সংসার কইরো না, সংসার মর্ম না জেনে

না জেনে ।।

সংসার হইলো আল্লাহরি দান

সংসার হইলো শান্তির পংগাম

সংসার মিলে যতনে,সংসার কইরো না,

সংসার মর্ম না জেনে।।

যদি না হয় মন মতো,সংসার হয়রে অশান্ত

আদর সোহাগ সব বন্ধ

কি যে অশান্ত মনে রে,সংসার কইরো না,

সংসার মর্ম না জেনে।।

সংসার হইলো পিরিত ভান্ডার

যদি না অন্ধকার,দিন যাবে মন মতো সংসারে

সংসার কইরো না,সংসার মর্ম না জেনে।।


লেখক-কামাল হোসেন

তং-২৫/১০/২০২৩

Featured Post

একা একা সময় কাটেনা আমার মন

  একা একা সময় কাটেনা আমার মন ও সোহানী তুমি দেখে যাও।। কতো কষ্টে দিন যায়,কেউ দেখেনা ও সোহানী তুমি দেখে যাও।। একবার এসে তোমার স্মৃতি, আমায় দিয়...