গান লেখার কৌশল ও হেকমত কলা কৌশল অবলম্ভন বিষয়ের উপর নজর দিতে হবে। আমাদের পারিবাশিক নৈথিকতা ও আদর্শ বিষয় উপর বিত্তিকরে কথা ও গান নির্বাচন করতে হবে। যাহা অর্থের
উপর বিকৃত্তি না ঘটে সেদিক নজর রেখে মনের ভাব প্রকাশ করতে হবে এবং গান লিখতে হবে।মনে
রাখতে হবে গানের ভাষা সৌন্দর্য ও মাধুর্য নম্র ভাষায় হয়। বাংলা ভাষার উপর বেশি বেশি চর্চা করতে
হবে এবং শাবধিক অর্থ জানতে হবে। যদি ভাষার ক্ষেত্রে আপনি দূর্বল হন বাংলা ভাষা ব্যাকরণ চর্চা
করুণ আপনি এক্সপার্ট হয়ে যাবেন।তখন আপনার ভাষার অর্থ বুঝতে সহজ হবে এবং গানের শিল্পী
দের সাথে গানের সুর মিলান এবং প্রবাদ বাক্য সচারাচর আদান প্রধান ও কথাবার্তা বলেন আপনার
মুখের জরতা দুর হবে।
গান লেখার আগে পরিবেশ নির্বাচণ করুন নিরব জায়গা বসুন এবং কোন দৃশ্যকে টার্গেট করুন মনে
করুন গানের সুর ধরে প্রথম একলাইন লিখুন দেখবেন পরের লাইন লেখা হয়ে গেছে। আপনি কল্পনা
করতে পারবেন না যে কিভাবে হয়ে গেলে গানের কথা।
গান বিভিন্ন রকমের হয়ে থাকে---------যেমন ঃ আধুনিক বাংলা গান
পল্লি গান
জারি গান
সারি গান
ভাওয়াইয়া গান
বাউল গান
বিচ্চেদ গান
দেহতত্ত গান
মারফতি গান
ইসলামিক গান ইত্যাদি।
লেখক কামাল হোসেন
তাং ১৬/০৭/২০২৪