I am a writer & travel agency Executive and Social Video Creator Expert. I am an ordinary Bengali by birth. I live well in Bangladesh. I love my country very much. I love the people of my country, so I want to do something for the country. That is why I have got people's inspiration, values, self-respect, so may Allah bless me with your prayers so that I can work for the welfare of the people as long as I live. That prayer is hopeful to all. It affects the people in my circle. Satisfaction and faith in God keep me motivated and alive for the service of greater humanity.
আমি কামাল হোসেন আপনাদের জন্য গানের কলি সংরক্ষণ করা হয়েছে। বাংলা গান, বাউল, বিচ্ছদ, দেহতত্ত্ব, ভাটিয়ালী এবং বিভিন্ন গানের কবিতা ও গজল ইত্যাদি।
সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
Kamal Hossain
Labels:
Kamal Hossain

বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
Support
Labels:
support

শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২
একলা চলো উদাসী মন
দেহতত্ত গান
একলা চলো উদাসী মন,ওরে বাউলা মন প্রেম করো জীবের সনে,হইওনা নিসর্জন ওরে বাউলা মন ।।১. রুপ সাগরে পরে তুই বিসর্জন দিলি,দেখলিনারে মন কোথায় আছো তুমি অপার হয়ে শূন্যে ভূবনে,প্রেম করো জীবের সনে,হইওনা নিসর্জন ওরে বাউলা মন ।।২. ধর্ম-দর্শন হওরে মন,ওয়াদা করিছিলি যখন,মানব গঠন ছিলনা তখন,শূন্যতে পরে ছিলি যখন ভেবে ছিলি কি করবি তখনওরে বাউলা মন প্রেম করো জীবের সনে হইওনা নিসর্জন।।৩. মহাশূন্য ছিল যখন এই ভূবন,গঠন করিল বিধাতা তখনরুহ আসিলো মৃত্তিকা দিয়ে রুপ নিয়েছে মানবের গঠনশব্দ দিয়েছে যখন ওয়াদা করিছিলি তখনকামাল বলে ভেবে দেখনা বাউলা মন কি করেছো অবুঝ মনওরে বাউলা মন প্রেম করো জীবের সনে,হইওনা নিসর্জন।।লেখক- কামাল হোসেন তাং-২৫/১২/২০২২
Labels:
দেহতত্ত গান

মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
তোমরা ও মানুষ আমরা ও মানুষ
তোমরা ও মানুষ, আমরা ও মানুষ,সকলে এক মায়ের সন্তান,এসব নিয়ে দন্দ কেন,কেউ হিন্দু ,কেউ মুসলমান- ২১ সৃষ্টি কর্তা সবার একজন,সত্য হয় সে,সবার আপন তারেই হাতে জন্ম মরণ- ২,তিনিই সবার প্রাণের প্রাণ এসব নিয়ে দন্দ কেন,কেউ হিন্দু ,কেউ মুসলমান- ঐ২ কেউ আল্লাহ কে হরি বলে,আর যার ইচ্ছা সৃষ্ঠিকর্তা বলেযার যার ভাষায় ডাকে তারে,কর্মক্ষেত্রে হও সাবধানএসব নিয়ে দন্দ কেন,কেউ হিন্দু ,কেউ মুসলমান- ঐ৩ গরিব বেশে কাঙ্গাল বেশে জন্ম নিয়েছি এই ভবেকি যে হবে যাবার কালে,কামাল ভেবে না পায় সন্ধানএসব নিয়ে দন্দ কেন,কেউ হিন্দু ,কেউ মুসলমান- ঐলেখক- কামাল হোসেন তাং-২৬/১১/২০২২
Labels:
দেহতত্ত গান

সোমবার, ২৭ জুন, ২০২২
মৌলিক উপদেশ।
পরিবর্তন করতে হয় যদি করো,যদি মনে করো সুন্দর হয়।
পত্যেকটি কাজ,কাজ করে চিন্তা করো না,করার আগে ভেবে নাও,
সময় বেচে যাবে।
ভূলেই সেই কাজ করিওনা যে কাজের বিনয়ময় সারা জীবন কষ্ঠ করতে হয়।
কঠিন কাজকে কঠিন বেবনা,সহজ করে দেখ।
অলসতা কে বের করে দাও,আর সফলতাকে ধরে রাখ।
যে মেমুরি লিমিট আছে,সে মেমুরি ভরাট করার চেষ্ঠা করো না,যে মেমুরি লিমিট নেই সেই
মেমুরি ভরাট করার চেষ্ঠা কর।
ছোটদেরকে স্নেহ করার অভ্যাস করুন,ওরা আমাদের কাছ থেকে আদব কায়দা শিখবে।
প্রথম স্থান অধিকার করা সহজ হয়ে ওঠে,তখন মা ও বাবা দোয়া আছে যখন।
প্রত্যেকটি কাজে পিতা ও মাতার অংশীদার।
লেখক কামাল হোসেন
Labels:
মৌলিক উপদেশ।

শুক্রবার, ১৩ মে, ২০২২
নহর তৈরি করার নিয়ম ও কি ভাবে পান করবো।

বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
প্রবাসীদের জন্য বিশেষ সুযোগ সুবিধা দেওয়া আমি লাভবান মনে করছি
প্রবাসীদের জন্য বিশেষ সুযোগ
সুবিধা দেওয়া আমি লাভমান মনে করছি । যারা ট্রাবেল এজেন্সি ও বিসা ক্রয় বিক্রয় করেন আপনাদের কাছে আমার অনুরুদ রহিল প্রবাসীদের উপর বেশি জুলুম করবেন না। যত সম্ভব তাদেরকে ছাড় দিয়ে কাজ করবেন।মনে রাখবেন প্রবাসীদের কারনে বাংলাদেশ টিকে আছে,সেই দিক নজর রাখতে হবে কারন গত জুন মাসে 2020 সালে প্রবাসী রেমিটেন্স বাংলাদেশে এসেছে ১৮৩ কোটি মার্কিন ডলার। আলহামদুল্লিাহ এই সময়ে প্রবাসীদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই তাদের অক্রান্ত পরিশ্রম করে দেশের জন্য কিছু করছে,আমাদের উচিত প্রবাসী ভাইদের পাশে দাড়ানো যারা বিপদে আছেন একে অপরকে সাহায্যের হাত বাড়িয়ে দিন তাদের খোজ খবর রাখুন । প্রবাসীদের জানমাল হেফাজত রাখার জন্য আমাদের সকলের দায়িত্ব পালন করতে হবে । যখন শুনি প্রবাসীরা দেশে আসে এয়ারফোটে তাদের মালসামানা গায়েব হয়ে যায়,তখন নিজকে নিছক ও ছোট মনের হয়। এসব কর্মকান্ড যাতে ভবিষৎতে না হয় এয়ারফোট কর্তৃপক্ষকে দৃষ্টিআর্কষন করছি । হে প্রবাসীরা তোমরা আমাদের গর্ব
অহংকার। তোমরা হলে রেমিটেন্স যোদ্ধা,তোমাদের কোন ভয় নেই,শক্তি সাহস মোনোবল দিয়ে তোমাদের সামনে এগিয়ে আসতে হবে।
দৃষ্টি আর্কষন প্রবাসী ভাইদের প্রতিঃ আপনারা যারা জন্মনিবন্ধন দিয়ে এম আর পি পাসপোর্ট বানিয়ে ছেন,কিন্তু এন আই ডি কার্ড করেননি এখন আপনার পাসপোর্ট মেয়াদ শেষ এখন আপনি কি করবেন ?
আমি আপনাদের কে বলব যারা এমন পরিস্থিতি শিকার হয়েছেন আপনারা জন্মনিবন্ধন দিয়ে এন আই ডি কার্ড বানিয়ে নিন । এখন এন আই ডি কার্ড খুব সহজে বানিয়ে নিতে পারেন কোন জামেলা ছাড়াই । আর নয়তো আপনি পাসপোর্ট রেনিও বা নতুন করতে পারবেন না । তাহলে অবশ্যই আপনার আইডি কার্ড বানিয়ে নিতে হবে । নো টেনশন আপনি সর্বপ্রথম ব্লাড গ্রুপ রিপোর্ট নিবেন তারপর জন্মনিবন্ধন ও পিতা মাতা আইডি কার্ড দিয়ে অনলাইন করে নিবেন।
আপনি যে এলাকার ভোটার হতে চান সে এলাকার কাউন্সসেলর অথবা চেয়ারম্যান থেকে এক কপি জন্মসনদ সার্টিফিকেট নিন তার পর আপনার বাড়ির বিদ্যূৎ বিল ফটোকপি এক সেট নিন তারপর অনলাইন কপি+ ব্লাডরিপোর্ট+সার্টিফিকেট রিপোর্ট বিদ্যূৎবিল ফটোকপি+পিতা ও মাতার আইডি কার্ড ফটোকপি একত্রে করে নিন তার পর নিকটস্ত নির্বাচন অফিসে যোগাযোগ করুন । আপনার তথ্য দিয়ে ভোটার হয়ে নিন । আপনি এখন ভোটার হলেন কিন্তু এন আই ডি কার্ড কোন দিন পাবো বা কোথায় পাবো ? নো টেনসন আপনি ভোটার সিলিপ দিয়ে নির্বাচন অফিসে গিয়ে যোগাযোগ করুন । আপনি বলুন আমার আইডি কার্ড জরুরী প্রয়োজন তার পর তারা ব্যাংক চালান করতে বলবে আপনি ব্যাংক ড্রাফ করে অফিসে কাগজ পত্র জমা দিন তার পর ২,৩ ঘন্টার মধ্যে আপনি আইডি কার্ড হাতে পাবেন । আর বুঝতে কোন অসুবিধা হলে প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করুন । কল করুন +8801915689731 অতবা মেইল করুন manobsheba1@gmail.com আমার পরার্মশ যদি আপনাদের ভাল লাগে তা হলে শেয়ার ও কমেন করুন। আপনারা সকলে সুস্থ থাকুন ভাল থাকুন শুভকামনা রহিল ।

এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)
Featured Post
একা একা সময় কাটেনা আমার মন
একা একা সময় কাটেনা আমার মন ও সোহানী তুমি দেখে যাও।। কতো কষ্টে দিন যায়,কেউ দেখেনা ও সোহানী তুমি দেখে যাও।। একবার এসে তোমার স্মৃতি, আমায় দিয়...

-
Kamal Hossain সম্মানিত ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম,আশা করি সকলে যে যেখানে আছেন ভালো আছেন। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রহিল। আপনারা অনে...
-
কত কিছু জানেরে মানুষ কত কিছু জানে।। জানা সত্বে মানুষ কত ভূল করে বসে তবুও মানুষ হুস হয়না কি বসে-ঐ যেমনে মন চায় তেমনি চলে কেউ কিছু বলেনা, বু...
-
শুকরিয়া করো ভবে ডাকোরে আল্লাহ মনোরে পাখি ভবে রাজ্জাক বলো মনোরে পাখি একবার আল্লাহ বলো মনোরে পাখি-----------ঐ সদায় সবসময় স্বরণ রাখো রে ময়না...