বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

দে দে পাল তুলে দে


 গানের কথা----------

দে দে পাল তুলে দে                                                      
মাঝি হেলা করিস না
ছেড়ে দে নৌকা
আমি যাবো মদিনা--------------।।

দুনিয়ায় নবী এলো
মা আমিনার ঘরে
হাসিলে হাজার মানিক
কাঁদিলে মুক্তা ঝরে
ও দয়াল মুর্শিদে যার সখা
তার কিসের ভাবনা
আমার হ্রদয় মাঝে কাবা
নয়নে মদিনা--------------------।।

ও নূরের রৌশনীতে
দুনিয়া গেছে ভরে
সে নূরের বাত্তি জ্বলে
মদিনার ঘরে ঘরে
দয়াল মুর্শিদের যার সখা
তার কিসের ভাবনা
আমার হ্রদয় মাঝে কাবা
নয়নে মদিনা-------------------।।

প্রথম লেখা ২০১২ দিত্বীয় সংশোধন ২০১৩ আগষ্ট ৮ বৃহস্পতিবার

Lyrics----
Writer Kamal Hossain
Raise the sails, don't let the boat sway, leave the boat, I will go to Medina-------------..
The Prophet came to the world in the house of Mother Amina. When she smiled, a thousand diamonds fell. When she cried, pearls fell. What is the thought of the kind teacher, whose friend is the Kaaba in my heart, in the eyes of Medina--------------------..
The world is filled with the light of the light, That lamp of light burns, In the houses of Medina, Whose friend is the Kaaba in my heart, In the eyes of Medina-----..  First written 2012 Second revision 2013 August Thursday

মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

একা একা সময় কাটেনা আমার মন

 

একা একা সময় কাটেনা আমার মন
ও সোহানী তুমি দেখে যাও।।

কতো কষ্টে দিন যায়,কেউ দেখেনা
ও সোহানী তুমি দেখে যাও।।

একবার এসে তোমার স্মৃতি, আমায় দিয়ে যাও
ও সোহানী তুমি দেখে যাও।।

কতো কষ্টে আছি আমি, কেই দেখেনা
ও সোহানী তুমি দেখে যাও।।

আমার দিন গুলি, কি ভাবে যায়
কামাল বেভে নাহি, কিছু পায়
ও সোহানী তুমি দেখে যাও।।

লেখক কামাল হোসেন
তাং ০৩/০৯/২০২৪

সম্মানিত দর্শকবিন্দ যদি আমার গান ভালো লাগে তাহলে শেয়ার করবেন।এবং পেইজটি ফলো
দিয়ে রাখুন ধন্যবাদ।



 



বুধবার, ২৮ আগস্ট, ২০২৪

আর কত কাল থাকব আমি

 




 

আর কত কাল থাকব আমি তোমার পথ চাইয়া
আমার জীবণ গেল ঘাটে ঘাটে নৌকা সারি বাইয়া
বাঙ্গা তরী বাইয়া।।

আমার যৌবন গাড়ি শেষ হইলো পরের বোঝা বইয়া
পরের বোঝা বইয়া রে
আর কত কাল থাকব আমি তোমার পথ চাইয়া।।

আমার নিজের বোঝা কে বইবে রে
পরের বোঝা বইয়া জনম গেল রে
আর কত কাল থাকব আমি তোমার পথ চাইয়া।।

এই জীবণে দেখলাম আমি, সংসার বাঙ্গা আর গরা
আমার জীবণ তছমছ হইলো না পাইলামনা কেহ সারা
আর কত কাল থাকব আমি তোমার পথ চাইয়া।।

আমার দুখের কথা কে শুনিবে,তোমরা কে আছো ভাই
এসে দেখে যাও,এসে দেখে যাও
আর কত কাল থাকব আমি তোমার পথ চাইয়া।।

 

লেখক কামাল হোসেন
তাং ২৮/০৮/২০২৪ 

মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪

সময়ের কাজ সময় মত কর

 

কত বছর কত সময় গেল পিছনে
ভাবলাম নারে একটু খানি এই সময়ে।।
ওরে পাগল মন-----------------------------------

মূল্যবান সময় হাত ছাড়া হলো কর্ম দোষে
এখন ভাবি শেষ বয়সে অবশেষে কি হবে ।।
ওরে পাগল মন-------------------------------

সময় মতো কাজ না হলে সময় থাকেনা
আর সময়ের কাজ সময় মত কর রে মন
ভেবে দেখো না সময় হাত ছাড়া হলে
আর কপালে ঝুটেনা।।
ওরে পাগল মন-------------------------------

জীবণ থাকতে সয়টাকে গুরুত্ব দাও
এখনও সময় আছে ।।
ওরে পাগল মন-------------------------------

 

লেখক কামাল হোসেন 
তাং২৭/০৮/২০২৪ 

 

    

রবিবার, ২৫ আগস্ট, ২০২৪

মন তুই বুঝিস না কেন

 

সাড়ে তিন হাত হয় যদি বাড়ি
কেন কর মারামাড়ি।।

দালানকোঠা রেখে যাবি
এমন এক বাড়ি
মন তুই বুঝিস না কেন দুনিয়াটা ছলচাতুরি।।

যেদিন তুমি এসেছিলে দুনিয়াদারি
সেদিন তুমি কেঁদে ছিলে হেসেছিল তোমার বাড়ি
এখন তোমার যাবার পালা কাঁদবে তোমার বাড়ি।।

যাবার কালে ক্ষমা চাইও তোমার প্রতিবেশী
না হয় স্থান পাইবানা তিনহাত বাড়ি
তাই ভেবে কামাল কয় আমার হবে কি।।

 

লেখক কামাল হোসেন
তাং ২৫/০৮/২০২৪ 

 

সম্মানিত দর্শক বিন্দ যদি আমার গান আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক ও কমেন্ট এবং শেয়ার করবেন ।

BD Music Channel



শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪

পাশে থেকো সোনা বন্ধুরে

 


এই সময়ে পাশে থেকো সোনা বন্ধুরে 

বাঁচার কোন রাস্তা খোলা নাই রে 

ও বন্ধুরে, বিদেশ বাড়ি থাকো 

নেই তো কোন ঝড় তুফান।। 

ও বন্ধুরে-------

আল্লাহর কাছে দোয়া করো 

আমরা যেন রক্ষা পাই 

ময়লা পানি তলিয়ে দিলো ভারত মশাই গো 

পাশে থেকো বন্ধুরে।। 

ও বন্ধুরে -----------

আল্লাহর কাছে ফরিয়াদ করি যেন রক্ষা পাই 

বিপদ আপদ হলে প্রবাসীরা আইসো ভাই

পাশে থেকো বন্ধুরে।। 

ও বন্ধুরে ------------

কত জায়গায় মানুষ নাই 

সেখানে কূল কিনার নাই 

উপরে চলে গেছে যারা 

তাদের জন্য দোয়া করিও ভাই 

পাশে থেকো বন্ধুরে।। 

ও বন্ধুরে -----------

লেখক কামাল হোসেন 

তাং ২৩/০৮/২০২৪


কামাল হোসন

 
 


বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪

গান কি ? গানের সুর কয়টি এবং গানের রচয়িতা কি?

 

গান কি ? গান হলো তাল ও সংগিত। গানের প্রথম অংশকে মুখরা বা স্থায়ী বলে আর দ্বিতীয় অংশকে অন্তরা বলে।

গানের সুর কয়টি ? গানের সুর সাধারণত তিনটি সাধারণ সুর ভিন্ন ভিন্ন হয়ে থাকে। সেগুলো হলো  স্থায়ী,অন্তরা ও সঞ্চারী।

গানের রচিয়তা কি ? গানের কথা ও সুর যিনি গীতিকার শুধু মাত্র একটি গানের কথা জন্য দায়ী।তিনি হলেন গীতিকার তার ভাষায় কথা ও সুর এবং গীতিমূলক উপাধান তৈরি করে থাকে।

দর্শকবিন্দ আশা করি বুজতে পেরেছেন। আমার কথা ও লেখা ভুল হলে ক্ষমাপ্রার্থী ।

লেখক কামাল হোসেন
তাং ২২/০৮/২০২৪

সম্মানিত দর্শকবিন্দ আমার লেখা যদি আপনাদের কাছে ভালো  লাগে তাহলে  
আমাকে ফলো দিতে ভুলবেন না।

কামাল হোসেন


মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪

শুকরিয়া করো ভবে ডাকোরে আল্লাহ

 শুকরিয়া করো ভবে ডাকোরে আল্লাহ মনোরে পাখি ভবে
রাজ্জাক বলো মনোরে পাখি একবার আল্লাহ বলো 
মনোরে পাখি-----------ঐ

সদায় সবসময় স্বরণ রাখো রে ময়না পাখি
শুকরিয়া করো ভবে ডাকরো আল্লাহ মনোরে পাখি একবার
রাজ্জাক বলো মনোরে পাখি------------ঐ

হাটা চলার পথে ভেবে হাটো হায়াতের নিশানা চোখে দেখে
হিসাব করে মিলিয়ে দেখো, কি আছে তোমার অবশেষে বন্দিগী 
মনোরে  পাখি একবার আল্লাহ বলো মনোরে পাখি-------ঐ

যা কিছু করেছো পাখি, ইতে হবেনা তোমার ফল আছে কি
রাজ্জাক বলো মনোরে পাখি একবার আল্লাহ বলো মনোরে পাখি----ঐ

 

                                                   লেখক কামাল হোসেন 
                                                   তাং ২০/০৮/২০২৪

কামাল হোসেন



শনিবার, ১৭ আগস্ট, ২০২৪

আমার জীবণ শেষ করিলাম



 

 আমার জীবণ শেষ করিলাম পরের বোঝা বইয়া দিনো বন্ধুরে
 আমার জীবণ শেষ করিলাম যারে----বন্ধু রে-----।।

ওরে কোথায় ছিলাম, কোথায় আইছি,আবার কোথায় যাবো
পথ তো দেখি নারে দিনো বন্ধু রে।।

সাড়া জীবণ কাঠাইলাম হিসাব নিকাস ছাড়া রে
হিসাব নিকাস ছাড়া
এখন শেষ বয়সে কি করিবো রে, দিনো বন্ধু রে।। 

আমার জীবণ শেষ করিলাম পরের বোঝা বইয়া দিনো বন্ধুরে
 আমার জীবণ শেষ করিলাম যারে----বন্ধু রে-----।।

 

লেখক কামাল হোসেন 
তাং ১৭/০৮/২০২৪ 

 

সম্মানিত দর্শক বিন্দ যদি আমার গান আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি কমেন্ট ও শেয়ার  করবেন এবং আপনাদেরকে সুন্দর সুন্দর গান উপহার দিতে আমাকে উৎসাহিত করবেন। ধন্যবাদ


কামাল হোসেন



বুধবার, ১৪ আগস্ট, ২০২৪

বাবলা হাওয়া তরে

               

                                   সুপার হিট  বিচ্ছেদতত্ত গান

                                       বাবলা হাওয়া তরে
                            দেখিছি আমি একদিন তোরে ।।

                            মনে পড়েছে দেখিছি তোরে
                        কেমনে ভুলে গেলি আজ আমারে
                                    বাবলা হাওয়া তরে।।

                        আজ নয় কালতো পড়বি চোখে
                            পালিয়ে যাবি কোথায় 
                            ধরা পড়বি আমার হাতে
                                  বাবলা হাওয়া তরে ।।

                            সময় মতো আইসো তুমি
                        ক্ষমা চাও বাবলা  হাওয়া তরে
                       দেখিছি আমি একদিন তোরে 
                                বাবলা হাওয়া তরে।।

লেখক কামাল হোসেন 
তাং ১৪/০৮/২০২৪

সম্মানিত ভাই ও বোনেরা যদি আমার গান লাগে তাহলে আমার ব্লগ পেইজটি ফলো

দিয়ে রাখুন এবং শেয়ার করুন । সকলকে অসংখ্য ধন্যবাদ 

কামাল হোসেন


রবিবার, ৪ আগস্ট, ২০২৪

দেশটা জানি কেমন হলো


 দেশটা জানি কেমন হলো বলতে পারিনা------(2)


উচিত কথা বললে পরে কেউতো ভালো ভাসেনা

এ যেন কেমন হলো রহস্য জানিনা-----------ঐ


তোমরা কি বলতে পারো আমায় বলো না

বলতে গেলে সাহস লাগে খুজে দেখো না------ঐ


সত্য কথা বলার জন্য,নাই সমাজে লোকজনা

বলতে পারে ঘরের কোনে সবজনা-------------ঐ


দেশটা জানি কেমন হলো বলতে পারিনা------(2) 

 

                        লেখক কামাল হোসেন 

সম্মানিত ভাই ও বোনেরা যদি আমার গান ভালো লাগে আমার 

সাথে থাকবেন ।এবং আমার পেইজটি ফলো দিন।

শনিবার, ৩ আগস্ট, ২০২৪

ভালো মানের ফোন চিনার উপায়


ভালো মানের ফোন চিনার উপায়
Kamal Hossain

সম্মানিত ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম,আশা করি সকলে যে যেখানে আছেন ভালো আছেন।
ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রহিল।

আপনারা অনেকেই কম বাজেটের মধ্যে ভালো ফোন মার্কেটে খোজাখুজি করেন তাইনা,হে অবশ্যই
দাম কমের মধ্যে ভালো মানের ফোন ক্রয় করতে পারেন।সে টা কি ভাবে দেখুন মার্কেটে অনেক নামি
দামি কম্পানি আছে বিষয়টা কিন্তু এরকম নয় যে নামিদামি হলে ভালো ফোন পাওয়া যাবে এরকম ধারনাকরা সম্পূর্ণ ভূল। 
দেখুন আপনার চয়েজ অনুযায়ী মার্কেটে খোজাখুজি করুন,যদি পেয়ে যান তাহলে গুড। এবার কি করবেনফোনটি হাতে নিন সর্বপ্রথম কাজ হলো মোবাইলের আই এম ই আই( IMEI ) চেক করুন তার পর ( IMEI )নাম্বারটি নোট করুন।চেক করতে মোবাইলের ডায়ালপেডে নক করুন *#06# তার পর আপনার কাজ হলোমোবাইলটি জেনুইন কিনা চেক করুন যে কোন মোবাইল থেকে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন KYD স্পেস দিয়ে আই এম ই আই নাম্বারটি দিন তার পর 16002 মেসেজ পাটিয়ে দিন।ফিরতি মেসেজ পাওয়া পর্যন্ত অপেক্ষা করুন।দেখুন কি মেসেজ এসেছে যদি জেনুইন হয় তাহলে এভাবে মেসেজ আসবে ডিভাইসটির IMEI বিটিআরসির ডাটাবেইজে পাওয়া গেছে।

দ্বিতীয় ধাপের কাজ হচ্ছে আপনাকে অবশ্যেই মনে রাখতে হবে ফোনটির এভাউট সেকশনে গিয়ে দেখতেহবে সিপিইউ (CPU) অর্থাৎ প্রসেসর কি বা কত পয়েন্ট বেলু আছে দেখে বুঝে নিন। এখন আপনি বলতে পারেন আমিতো ফোনটি তো জেনুইন পেয়েছি আর কি দরকার এনাফ। না দোস্ত যতেষ্ঠ নয় কারন আপনি যে কাজের জন্য ফোটি ব্যবহার করবেন হয়তো বিডিও ও অডিও কনটেন্ট ক্রেয়েটর বা ডিজাইনার কাজ করতে চান তাইনা কিন্তু সেটি আর করতে পারবেনা। কারণ প্রসেসর সম্বন্ধে আপনার ধারনা নেই সেই জন্য আপনি প্রসেসর না দেখে ফোনটি ক্রয় করেছন তাইনা। অবশ্যই কম
পক্ষে 4 টি প্রসেসর দেখে ক্রয় করবেন অর্থাৎ প্রসেসর 2.3GHz Octa-core আর যাতে কমপক্ষে রেম 4 হয় এর উপরে হলে সবচেয়ে ভালো হয়।এবং অ্যান্ড্রয়েড ভার্সন যেন কমপক্ষে 12 হয় ফোন ষ্টোরেজ
সর্বনিম্মে 64 হয়,এর উপরে হলে সবচেয়ে ভালো হয়।

ফোনটি কেনার পর অফ করে চার্জ দিবেন 100% যাতে পূর্ণ হয়।মনে রাখবেন যে সমস্ত মোবাইলের
সাথে টোল্স আসে সে গুলো দিয়ে মোবাইল ব্যবহার করবেন । অন্যথায় অন্য ডিবাইসের টোল্স কখনো
ব্যবহার করবেন না।তাহলে আপনার ফোনটি ভালো থাকবে। আর ভুলে কখনো ডিবাইসে  ছবি, ফাইল,
ডাটা,বিডিও যে সমস্ত ভাইরাস েথাকে ডিলেট করবেন না।কারণ ডিলেট করলে মোবাইলে থেকে যায়।
সেই জন্য পেনড্রাইভ একটি ব্যবহার করবেন যাতে যতো ফাইল,ভাইরাস আছে সব পেনড্রাইভ ট্রান্সপার
করে রাখবেন তাহলে ফোনটি ভালো থাকবে।আশা করি বুঝতে পেরেছেন।ধন্যবাদ
প্রয়োজনে যোগাযোগ করুন 01915689731

                                                                                                       লেখক -কামাল হোসেন

বুধবার, ১৭ জুলাই, ২০২৪

হাত ছারিয়ে দেয় মরন

 



 

 


 

 হাত ছারিয়ে দেয় মরন
 ক্ষ্যাপারে জোয়ান নাহি বারণ।
 
                                                   ধীরে স্থিরে নজর দাও আখিঁ বরণ
                                                  বাণীটি রাখিও আজীবন স্বরণ। 

                                                   বৃষ্টিতে তিব্রতা বারিয়ে দেয় রক্ত ক্ষরন 
                                                   জোয়ানিরে হাত ছানি দেয় আলোর বরণ
 কি করে সহ্য করে নওজোয়ান এমন আচরন।
 
অসভ্য ষাঁড়ের মতন যদি করে আচরন
তিক্ততা বিষন্নতা দূর কর এখ
 
বন্ধ করো নগ্নতা ভাইয়ে ভাইয়ে রক্ত ক্ষরন।
 
ওরা গুন থাকা সত্বে পাপের মাথা করে বারী
বুঝে না বুঝে দেয় উস্কানি 
 
 মিলেমিশে নাহি লাজ,করি এক সাথে কাজ
 হাত বুলিয়ে দে সবার মাঝে কলিজা শীতল হয়ে যাক।

লেখক কামাল হোসেন
তাং ১৭/০৭/২০২৪

মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

গান লেখার কৌশল ও হেকমত

 


গান লেখার কৌশল ও হেকমত কলা কৌশল অবলম্ভন বিষয়ের উপর নজর দিতে হবে। আমাদের পারিবাশিক নৈথিকতা ও আদর্শ বিষয় উপর বিত্তিকরে কথা ও গান নির্বাচন করতে হবে। যাহা অর্থের
উপর বিকৃত্তি না ঘটে সেদিক নজর রেখে মনের ভাব প্রকাশ করতে হবে এবং গান লিখতে হবে।মনে
রাখতে হবে গানের ভাষা সৌন্দর্য ও মাধুর্য নম্র ভাষায় হয়। বাংলা ভাষার উপর বেশি বেশি চর্চা করতে 
হবে এবং শাবধিক অর্থ জানতে হবে। যদি ভাষার ক্ষেত্রে আপনি দূর্বল হন বাংলা ভাষা ব্যাকরণ চর্চা 
করুণ আপনি এক্সপার্ট হয়ে যাবেন।তখন আপনার ভাষার অর্থ বুঝতে সহজ হবে এবং গানের শিল্পী
দের সাথে গানের সুর মিলান এবং প্রবাদ বাক্য সচারাচর আদান প্রধান ও কথাবার্তা বলেন আপনার 
মুখের জরতা দুর হবে।

গান লেখার আগে পরিবেশ নির্বাচণ করুন নিরব জায়গা বসুন এবং কোন দৃশ্যকে টার্গেট করুন মনে
করুন গানের সুর ধরে প্রথম একলাইন লিখুন দেখবেন পরের লাইন লেখা হয়ে গেছে। আপনি কল্পনা
করতে পারবেন না যে কিভাবে হয়ে গেলে গানের কথা।

গান বিভিন্ন রকমের হয়ে থাকে---------যেমন ঃ আধুনিক বাংলা গান
                                                                              পল্লি গান
                                                                              জারি গান
                                                                              সারি গান
                                                                              ভাওয়াইয়া গান
                                                                              বাউল গান
                                                                               বিচ্চেদ গান
                                                                               দেহতত্ত গান
                                                                               মারফতি গান
                                                                               ইসলামিক গান ইত্যাদি।

                                                                              লেখক কামাল হোসেন
                                                                              তাং ১৬/০৭/২০২৪

Kamal Hossain


শনিবার, ২২ জুন, ২০২৪

উপরওলার চালান যদি বসে বসে খাও

 




বন্ধু কানাই কসাই ঘর,কোথায় তোমার বাড়ি ঘর।।
বাজারে আইছো কি নিয়া
দেইক্কা দেইক্কা লইয়া যাও
যাইবা তুমি কি সদাই লইয়া
আমারে একটু বইল্লা যাও।।

আইছো বাজারে কত চালান লইয়া
যাইবা তুমি কি সদাই লইয়া রে
ও মন আমার-যাইবা তুমি কি সদাই লইয়া।।

যে সদাই কিনতে আইছো মনে আছে নি
মহাজনের কথা স্বরণ আছে নি
যাইবার বেলায় যদি খালি হাতে যাও
বাড়ির কথা মনে করে নাও।।

উপরওলার চালান যদি বসে বসে খাও
বিধায় বেলায় ওমন যদি খালি হাতে যাও
সম্পদের মহাজন যিনি হাত কড়াইবেন তিনি
রাস্তায় রাস্তায় ঘুরবে কাঙ্গাল হইয়ারে।।

 

কামাল হোসেন 
তাং 22/06/2024 
সম্মানিত ধর্ষক বিন্ধ যদি আমার গান আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমন শেয়ার করে
আমার পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ ।
 

Featured Post

দে দে পাল তুলে দে

 গানের কথা---------- দে দে পাল তুলে দে                                                       মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা আমি যাবো মদিনা--...